ভবিষ্যত প্রজন্মের জন্যই বড় বড় প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
উদীয়মান চ্যালেঞ্জ ও জাতীয় বাজেট বিষয়ক এক আলোচনা সভায় রোববার (০৪ মে) এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বর্তমান সময়ের বিনিয়োগই আগামীতে দেশকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করাবে।
অনুষ্ঠানে বক্তারা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ দৃদ্ধির উপর জোর দেন। দেশের উন্নয়নে সম্পদের সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন বক্তারা। দেশের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা দূর্নীতি উল্লেখ করে বক্তারা বলেন, উন্নয়নের সুফল পেতে হলে দুর্নীতি দূর করাতে হবে।