বিএনপির সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মেনে নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সংসদের ভেতরে এবং বাইরে থেকে আন্দোলন চালানোর জন্যই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মাত্র ৬টি আসনে জয় লাভ করে। এমন ভরাডুবির পর নির্বাচন প্রত্যাখান করে শুরু থেকেই দলটি বলছিল জাতীয় সংসদে শপথ নেবে না তারা।
একাদশ সংসদের প্রথম বৈঠক বসে ৩০ জানুয়ারি। সংবিধান মোতাবেক প্রথম বৈঠকের পর ৯০ দিন অর্থাৎ ২৯ এপ্রিলের মধ্যে শপথ না নিলে সংসদ সদস্য পদ শূন্য হবার বাধ্যবাধকতা রয়েছে। তার আগেই দলের সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এ কারণে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। কিন্তু শপথ গ্রহণ সময়সীমার শেষ দিনে এসে মির্জা ফখরুল ছাড়া বাকি সবাই শপথ নিলে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব দাবি করেন- এটা বিএনপির রাজনৈতিক কৌশল।
রোববার (০৫ মে) একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বললেন, সংসদে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য ভুল ছিল।
মির্জা ফখরুল বলেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। এই কারণে আমাদেরকে দুই দিকেই নড়াচড়া করতে হবে। ভেতর থেকেও করতে হবে, বাইরে থেকেও করতে হবে। আমরা অতীতে বলেছিলাম, সংসদে যাব না সেটা ওই মূহূর্তের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।