গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে গ্রেফতার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ সবুজ কুমার সরকারকে আটক করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে।
র্যাব - ১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় চৌরাস্তা মোড়ের কাছে হিলি থেকে গোবিন্দগঞ্জ আসা একটি নম্বর বিহিন সিএনজি চালিত অটো রিক্সা তল্লাশী করে চোরাকারবারি সবুজ কুমার সরকার(২২) কে আটক করে তার দখলে থাকা ভারতীয় চোরাচালানকৃত ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক টারগেট-১০০ ট্যাবলেট ৩ টি বস্তায় মোট ৭৮২৪০ টি যার মুল্য অনুমান আড়াই লক্ষ টাকা উদ্ধার করে সিএনজিসহ জব্দ করেছে।
পলাতক কুখ্যাত চোরাকারবারী গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা গ্রামের লিটু মিয়া কে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাকে ইতিপুর্বেও একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত সবুজ কুমার সরকার(২২) গোবিন্দগঞ্জ উপজেলার বামনকুড়ি গ্রামে রণজিত কুমার সরকার ছেলে।
এ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত সবুজ কুমার সরকারকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাঃ হাবিবুর রহমান এখবর নিশ্চিত করেছেন।