বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া'র প্রধান মন্ত্রী
মোহাম্মদ আল-আমীন ( মালয়েশিয়া থেকে)
বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডঃ মাহাথির মোহাম্মদ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে সামনে রেখে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে ব্যাপক প্রস্তুতি।
চলতি মাসে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মাহাথিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর তার বাংলাদেশ সফরের দিন তারিখ চুড়ান্ত করা হবে।
মালয়েশিয়ার প্রধান মন্ত্রী মাহাথির মোহাম্মদের বাংলাদেশ সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ প্রবাসীদের নানান সমস্যা সমাধানের আশায় এখনো পহর গুনছে মালয়েশিয়াস্থ বাংলাদেশি প্রবাসীরা।
মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার ভিবিন্ন অনিয়মের কারণে তা বাধাগ্রস্ত। এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য কাক্সিক্ষত মাত্রায় পৌঁছাতে পারেনি। সফরকে সামনে রেখে এবার আশাবাদী মালয়েশিয়ায় প্রবাসীরা।
নতুন করে মালয়েশিয়া শ্রম বাজার উনুক্ত করা অবৈধদের বৈধতা দেওয়া, ট্রাভেল পাস সহজে দেশে ফেরা,আটককৃত বাংলাদেশীদের দেশে ফেরত অথবা মুক্তি দিয়ে নিজ কম্পানিতে নিয়োগ নিশ্চিত করা।
এছারাও রোহিঙ্গা সঙ্কট নিরসনে মালয়েশিয়া আরো সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলাদেশে, মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কঠোর সমালোচনা করেছেন,তা অং সান সু চির উপস্থিতিতেই।