সিরাজগঞ্জে পা দিয়ে লিখে এসএসসিতে জয়ী ফজলুর
সোহাগ হাসান
চেষ্টাই সফলতা বয়ে আনে। এ সফল অর্জন করেছেন শারীরিক প্রতিবন্ধী ফজলুর রহমান (১৬)। তিনি এক পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় জয়ী হয়েছেন। এ কষ্টে অর্জিত সফল ছাত্র সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। জন্মগতভাবে তার দুই হাত ও একটি পা নেই।
এক পা দিয়েই জীবন যাপন করেন। ফজলুর রহমান স্থানীয় মিটুয়ানী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৩.৫৬ পেয়ে পাস করেছেন। হতদরিদ্র পরিবারের ছেলে ফজলুর এ সাফল্যে গ্রামবাসী আনন্দে মেতেছে। তার প্রবল ইচ্ছা শক্তির কাছে দরিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধিতা হার মেনেছে।
তিনি পিইসিতে ২.১৭ ও জেএসসিতে ৩.৭৫ পেয়েছেন। তিনি মঙ্গলবার দুপুরের দিকে সাংবাদিকদের বলেন, প্রতিদিন কষ্ট করে এক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে ৩ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে স্কুলে গিয়েছি। তবে এইচএসসিতে ভর্তি হতে সকলের আর্থিক সহযোগীতার কামনা করেন। তার বাবা সাহেব আলী বলেন, আমি একজন দিনমজুর।
৯ সদস্যের সংসার চালাই। তার ওপর প্রতিবন্ধী ছেলে ও মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি। ফজলুর ছাত্র ভালো হলেও অর্থাভাবে প্রাইভেটে পড়তে দিতে পারিনি। তবে প্রাইভিট না পড়ে যে রেজাল্ট করেছে তাতেই আমি খুশি। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী বলেন, সে লেখাপড়ায় অনেক ভালো। তারা দুই ভাই বোনই আমাদের স্কুলের শিক্ষার্থী। তাদের ফলাফলে সবাই খুশি। এদিকে সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, ফজলুর লেখাপড়ার আগ্রহ দেখে ফেসবুকের মাধ্যমে প্রায় ৭৬ হাজার টাকা অনুদান তুলে দিয়েছি।