দুর্ঘটনা কবলিত যাত্রীদের আনতে রাত ১১টায় একটি বিশেষ ফ্লাইট পাঠানো হবে
মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের দুর্ঘটনা কবলিত যাত্রীদের আনতে বুধবার (০৮ মে) রাত ১১টায় একটি বিশেষ ফ্লাইট পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ফ্লাইট সেফটি, ক্যাপ্টেন ও কেবিন ক্রুসহ ৫ জনের একটি টিম এবং সিভিল এভিয়েশনের একটি দল যাওয়ার কথা রয়েছে। পাইলট আনিসুর রহমান ও ফাস্ট অফিসার তাবাসুম্মের নেতৃত্বে বিশেষ ফ্লাইটটি মিয়ানমার যাবে।
ইতোমধ্যেই ফ্লাইট ও কককপিট প্রস্তুত। মিয়ানমার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি পেলে বিমানটি যাত্রা করবে।
এর আগে বাংলাদেশ সময় বুধবার (৮ মে) সন্ধ্যায় মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি-০৬০। বিমানটিতে ৩৩ জন আরোহী ছিলেন।
বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।