নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার মাইজদী পৌরবাজার এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এ বাজার মনিটরিং করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন জানান, জেলার পৌর মার্কেট এর ৫টি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ধার্য্য মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের গায়ে মূল্য না থাকা, ওজনে কারচুপি ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪০ ও ৪৬ ধারা অনুযায়ী মোট ১৫০০০ টাকা জরিমানা করা হয় এবং একই সাথে সতর্ক করে দেওয়া হয়।
তিনি আরো জানান, বাজার মনিটরিং প্রক্রিয়া চলমান থাকবে।
এ সময় নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এবং সুধারাম মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।