একজন ফরিদ আলী সাফল্যের আশায় মাঠ থেকে মাঠে ছুটে বেড়ান ছাগলের পাল নিয়ে
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাগল পালনে একজন ফরিদ আলীর ভরদিন কাটে খোলা মাঠ প্রান্তরে। সাফল্যের আশা আর উন্নতির স্বপ্ন নিয়ে মাঠ থেকে মাঠে ছুটে বেড়ান। এমন চিত্র প্রতিদিনের। উল্লাপাড়া উপজেলার বেতুয়া গ্রামের ছয়বাড়ীয় গ্রামের প্রায় ৫২ বছর বয়সী মোঃ ফরিদ আলী এক সময় দিন মুজুরী করতেন।
আবার কিছু দিন কাঠের ব্যবসা করেছেন। গত বছর দেড়েক আগে সব ছেড়ে দেশীয় ছাগল পালনের সিদ্ধান্ত নিয়ে তা শুরু করেন। প্রথম ৩টি ছাগল দিয়ে শুরু করেন। এখন বড় ছোট মিলে ৩০টি ছাগল রয়েছে। প্রতিদিন সকালে ছাগলের পাল নিয়ে বাড়ী থেকে বেড়িয়ে পড়েন।
বিভিন্ন মাঠে চড়িয়ে বিকেলে বাড়ী ফেরেন। তিনি জানান, দেশীয় জাতের ছাগল পালনে তার ইচ্ছা ও আগ্রহ বেশি। এ ছাগলের রোগ ব্যাধি কম হয়।
এ ছাড়া মাঠে চড়ালে খাবার খাতে বাড়তি কোন খরচ হয় না। তার পালিত কোন ছাগল অসুস্থ্য হলে তিনি নিজেই কবিরাজি মতে চিকিৎসা দেন বলে জানান। তিনি এখন ছাগল পালনের মাধ্যমে অর্থের সাফল্য মেলাতে চান। এর জন্য রোদ বৃষ্টি তার কাছে এখন আর কোন বাধা নয়।