জয়পুরহাটের আক্কেলপুরে মালবাহী ট্রাক উল্টে খাদে চালকের রহস্যজনক তথ্য।
নিরেন দাস জয়পুরহাট,রিপোর্টার।
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ১ নং ওয়ার্ড পশ্চিম আমুট্রের আলম চৌধুরীর পুকুরঘাট নামক স্থানে গত ১১ ই মে রাত্রি পৌনে ৮ টায় (ঢাকা মেট্রো-ঢ - ১৬১১০৫) এ নম্বরের একটি মালবাহী ট্রাক উল্টে মোঃ আনারুল ইসলাম (৩০) নামের চালক আহত হয়েছেন বলে জানানেও তাহার দেয়া তথ্যর বিষয়ে রিপোর্টারের কাছে রহস্যজনক বলে মনে হয়।
১২ মে দুপুরে ঘটনাস্থলে পৌঁছালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোঃ মজিবর রহমানের পুত্র আহত ট্রাক চালক মোঃ আনারুল ইসলাম জানান,সে হিলি সীমান্তে থেকে ভারতীয় মিনিকেট চাল বোঝায় ট্র্যাকটি বাংলা হিলি থেকে আক্কেলপুর পৌর শহরের বাইপাস সড়ক হয়ে নওগাঁ জেলা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে গতরাত আনুমানিক পৌনে ৮ টায় এ স্থানে একটি পোল্ট্রি মুরগির মিনি পিকআপ দ্রুত গতিতে আসছিলো আমি তাকে সাইড দিতে গেলে চলমান রাস্তার আলগা নরম মাটিতে গতিরোধ করামাত্র ট্র্যাক টি উল্টে খাদে পড়ে গেলে হেলপার লাফমারলেও আমি আতহ হয়ে পড়ি পরে স্থানীয় একটি ডাঃ নিকট চিকিৎসা নিয়ে বর্তমানে একটু সুস্থতা বোধ করছি। তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে আরও জানান ট্রাকটিতে থাকা প্রায় ২ লক্ষাধিক টাকার চাল নষ্ট হয়েছে সাথে ট্রাকের সামনে ও বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির আনুমানিক এ সড়ক দুর্ঘটনায় চাল ও ট্রাকের প্রায় ৪ থেকে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে চালক জানান।
স্থায়ী সূত্রে জানা যায় এ দুর্ঘটনার সময় তারাবি নামাজ চলছিল আমার শুধু বিকট একটি শব্দ শুনতে পাই। সকালে উঠে আমরা দেখতে পাই রাস্তার দক্ষিণ প্বার্শে এ ট্রাকটি উল্টে ৩০-৪০ চালের বস্তা ফেটে চালগুলো ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।
এ ট্রাকের মালিক বা স্থানীয় প্রশাসনের নিকট এ বিষয়টি জানানো হয়েছে কি এ বিষয়টি নিয়ে চালক আনারুল কে আবারো জিজ্ঞাসা করলে তিনি বলেন না, তাকে আবারো বললে তিনি কোন উত্তর দিতে পারবেন না বলে এড়িয়ে জান ট্রাকের চালক আনারুল ইসলাম এতে ট্রাক চালকের সকল তথ্য রহস্যজনক মনে হচ্ছে।