বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় গণভবনে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইফতারে দেশের বিশিষ্ট শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দিচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথাও বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, গ্রাম থেকে বাংলাদেশের প্রতিটা মানুষ যেনো উন্নত জীবন পায় আমরা সেটাই কামনা করি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের সকলকে সেই প্রচেষ্টা চালাতে হবে, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করি এরই ধারাবাহিকতায় উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি।
তিনি আরো বলেন, শান্তি ছাড়া উন্নতি সম্ভব নয়। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ শান্তির দেশ হিসেবে গড়ে উঠুক সেটাই আমদের লক্ষ।