সিরাজগঞ্জ সলঙ্গায় বজ্রপাতে ধান কাটা ২ শ্রমিকের মৃত্যু ৩ জন আহত
ফারুক আহমেদ সলঙ্গা(সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ সলঙ্গায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক ফকির (৪০) ও জাব্বার ফকির (৩৫) নামে দুই ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আরো ৩ শ্রমিক রায়হান ভুঁইয়া(৪২), জিন্নাহ খাঁ (৩৫) কে আশংকা জনক অবস্থায় সিরাজগঞ্জ ফজিলাতুন নেসা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবু খাঁ একটুকু সুস্থ সে তন্দ্রা অবস্থায় কানে কম শুনতে পাচ্ছেন।
গতকাল শুক্রবারের দিন উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আলী গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে কাজ শেষে রাত্রিতে ধানের খোলার উপুর বাউরের ভিতর সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের মৃত ফজলার রহমান ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক ফকির। একুই গ্রামের মহির উদ্দিন ফকিরের ছেলে জাব্বার ফকির তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। এবং ঐ একই গ্রামের রৌশন আলী ভুঁইয়ার ছেলে রায়হান আলী ভুঁইয়া, আব্দুর রাজ্জাকের ছেলে জিন্নাহ খাঁ, আব্দুল হাইয়ের ছেলে লেবু খাঁ।
তারা ৫ জনে মিলে বাউরের ভিতর শুইতে গেলে গত রাত প্রায় ২ টার সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিসূত্রে ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়।
এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।