বেনাপোলে রুপি,ডলার ও ফেন্সিডিলসহ আটক ১
শহিদুল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি।
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৬,৬১,১২০ ভারতীয় রুপি, ৪৫০ ইউএস ডলার, ১৯০ মালয়েশিয়ান রিংগিত এবং ০৮ টি মোবাইল সহ এসএম এরশাদ (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
রবিবার (২৬ মে) যশোর সাতক্ষীরা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়।আটক এরশাদ ঢাকা সবুজবাগের মৃতঃ এম এ সামাদের ছেলে।
৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা পিএস সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টে ঢাকা-কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাস তল্লাশি করে একজন যাত্রীর ব্যাগের মধ্যে ৬,৬১,১২০ ভারতীয় রুপি, ৪৫০ ইউএস ডলার, ১৯০ মালয়েশিয়ান রিংগিত এবং ০৮ টি মোবাইল পাওয়ার যায়, যার আনুমানিক মূল্য-১০,৭৫,৪৮৯/- টাকা।
অপরদিকে, ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত ফেন্সিডিল ও হুন্ডির টাকাসহ সর্বমোট সিজার মুল্যো ১২,৬৭,৫০০/-টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে বলে তিনি জানান।