মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে কলেজছাত্র আহত
মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে মহিউদ্দিন (১৯) নামে এক কলেজছাত্রের হাতের কব্জি ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন ওই এলাকার খবির উদ্দিন খানের ছেলে এবং শরীয়তপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও একাধিক স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিন তার বাড়ির পাশের একটি বাগানের ভেতর বসে বিভিন্ন সরঞ্জাম দিয়ে বোমা তৈরি করছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় এলাকাবাসী। ঘটনাস্থলেই গিয়ে স্থানীয়রা মহিউদ্দিনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. রিয়াদ মাহমুদ বলেন, ওই যুবকের বাম হাতের কব্জি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ডান চোখে মারাত্মক আঘাত লাগে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) উত্তম প্রসাদ পাঠক জানান, বিস্ফোরণের ঘটনায় যুবকের শরীরের বেশকিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ওই যুবককে আটকের চেষ্টা চালানো হয়েছে।