পাকিস্তানের যুদ্ধবিমান ঠেকাতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কিনছে ভারত!
পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান ঠেকাতে ইসরায়েলের কাছ থেকে নতুন ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে ভারতীয় বিমান বাহিনী। এ ক্ষেপণাস্ত্রগুলো নিজেদের সুখোই যুদ্ধবিমানে সংযোজন করার কথা ভাবছে দিল্লি। খবর এনডিটিভি'র।
খবরে বলা হয়, ইতোমধ্যেই ভারতকে এ ক্ষেপণাস্ত্রের কিছু চালান সরবরাহ করেছে ইসরায়েল। রাশিয়া থেকে কেনা সুখোই যুদ্ধবিমানে যুক্ত করা হবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র।
গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমানের সঙ্গে লড়াই করতে গিয়ে বড় ধরনের বেকায়দায় পড়ে ভারতীয় বিমান বাহিনী। এরপরই সুখোই ৩০ বিমানে ইসরায়েল ক্ষেপণাস্ত্র যুক্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ কাজ শেষ হবে দুই বছরের মধ্যে।