বিআরটিএ'র নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না করলে কঠোর ব্যবস্থা'
বিআরটিএ'র নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যদি কেউ আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার (২৯ মে) দুপুরে গাবতলী বাস টার্মিনালে বাস ট্রাক মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনোভাবেই যেন মলম পার্টি, ছিনতাইকারীরা তৎপর হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি না নামানোর আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জানান, মালিবাগে পুলিশের উপর কারা হামলা করেছে, কি উদ্দেশ্যে করেছে তা অচিরেই স্পষ্ট হবে।