দিনাজপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের কর্মের দ্বারা মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে সারাবিশ্বের মানুষের মাঝে আজ সমাদৃত হচ্ছেন।
উপস্থিত সমাবেশে সকলের উদ্দেশ্যে তিনি বলেন আজ মাহে রমজানের জুমআতুল বিদা। জুমআর নামাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনার সকলেই দোয়া করবেন। তিনি যেন দেশকে আগামীতে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারেন।
গতকাল শুক্রবার দিনাজপুর বিরল উপজেলার ১২নং ইউপিস্থ কলেজ মাঠ প্রাঙ্গণে পূণর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও রাজারামপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এক সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন।
পূণর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য-চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেজবাহুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ আবু নছর নুরুল ইসলাম, দিনাজপুর এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রেজাউর রহমান,
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদুল করিম, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল লতিফ, বিরল পৌর মেয়র মোঃ সবুজার সিদ্দিক সাগর,
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম রসুল প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন পূণর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক। প্রতিমন্ত্রী একই স্থানে নবনির্মিত মেধাকান্দর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন, ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পূণর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নবনির্মিত ৩ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বিরল উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিমন্ত্রী বিকেলে বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
অপরদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত স্টেশন ক্লাবে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।