এবারের ঈদে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
টানা তাপদাহের পর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে জুন মাস। এই বৃষ্টি সপ্তাহখানেক চলতে পারে। ফলে ঈদুল ফিতরের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ সারাদেশে ঈদের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন পবিত্র ঈদুল ফিতর। ২৯ রোজা হলে ৫ জুন, আর ৩০ দিনের রমজান হলে ৬ জুন উদযাপন হবে ঈদ।
এবারের ঈদে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর ও রাজশাহী বিভাগে কম হলেও বেশি বৃষ্টি হবে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে।
শনিবার (১ জুন) আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ঈদের সময় বৃষ্টি হওয়ার আভাস আছে। তবে অবস্থার পরিবর্তন হতে পারে।
তিনি বলেন, ঈদের দিন (৫ জুন ঈদ ধরে) ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। ঢাকা ছাড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টির আভাস আছে। প্রথমদিকে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হবে। পরবর্তী দু’একদিনে বৃষ্টির পরিমাণ বাড়বে।