তুরস্কের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ক সেমিনার
বাংলাদেশ দূতাবাস, আংকারার উদ্যোগে তুরস্কের রাজধানীতে অবস্থিত টোব অর্থনীতি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (TOBB University of Economics and Technology) ২৯ নভেম্বর বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি অনুষদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স সেন্টারে দুই ঘণ্টাব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রা, বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বর্তমান সরকারের অর্জিত উন্নয়ন মাইলফলকসমূহ, আন্তর্জাতিক উন্নয়ন সংলাপে বাংলাদেশের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। সেমিনারের শেষ পর্যায়ে রাষ্ট্রদূত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সেমিনারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের রেক্টর কনসালটেন্ট প্রফেসর ওজুন এরগিন, ভাইস রেক্টর ও শিক্ষকবৃন্দের একাংশের সাথে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। ২০০৩ সালে তুরস্কের আঙ্কারা শহরে প্রতিষ্ঠিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়টিতে সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬ (ছয়) হাজারের অধিক।
উল্লেখ্য, তুরস্কের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়টি তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন টোব'র (ঞঙইই) অর্থিক সহায়তায় পরিচালিত হয়ে আসছে। আলোচানার শেষাংশে শিক্ষকবৃন্দের পক্ষ হতে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদেরকে স্কলারশিপ প্রদানের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।