প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের।
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু হল বাংলাদেশের। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি।
হাতে চোটের কারণে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত খেলছেন ওপেনার তামিম ইকবাল।
নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও, দক্ষিণ আফ্রিকাকেই ফেবারিট মানছেন টাইগার অধিনায়ক মাশরাফি। তবে নিজের দল নিয়ে আশাবাদী বাংলাদেশ দলপতি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ বার প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২ হারের বিপরীতে টাইগারদের জয় ১টি।
যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
হাতে চোট পাওয়ার কারণে তামিম ইকবাল খেলবেন কিনা সেটা নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কেটে গেছে। টসের পর দলপতি মাশরাফি জানিয়েছেন দলের সবাই খেলার জন্য ফিট আছেন এবং তামিম এই ম্যাচে খেলছেন।
তিন পেসারের সাথে দুই স্পেশালিস্ট স্পিনার খেলছে বাংলাদেশ দলে। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকছে দলনেতা মাশরাফির পাশাপাশি মোস্তাফিজুর রহমানের। ইনজুরির শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচের জন্য ফিট হয়ে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। অন্যদিকে, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন পালন করবেন স্পিন আক্রমণের দায়িত্ব।
বিশ্বকাপে নিজেদের খেলা প্রথম ম্যাচের একাদশ থেকে দক্ষিণ আফ্রিকার আজকের একাদশে পরিবর্তন এসেছে দুটি। তারা দলে পাচ্ছেন না অভিজ্ঞ পেসার ডেল স্টেইনকে। তাছাড়া ছিটকে গেছেন হাশিম আমলাও।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উই.), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধি.), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উই.), এইডিন মারক্রাম, ফাফ ডু প্লেসি (অধি.), রাসি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকাওয়ু, ক্রিস মরিস, কেগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।