ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু \ পল্লী বিদ্যুতের ২ লাইনম্যান গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবারহের ট্রান্সফরমারের নষ্ট হয়ে যাওয়া ফিউজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নামের এক কৃষক মারা গেছেন।
এ ঘটনায় বিদ্যুতের ট্রান্সফরমারে উঠিয়ে তাকে দিয়ে বৈদ্যুতিক কাজ করানোর অভিযোগে পুলিশ পল্লী বিদ্যুৎ সমিতির দ’ুজন লাইনম্যানকে আটক করেছে।
আটককৃতরা হলেন লাইনম্যান মাহবুবুল হক ও আজিমুল ইসলাম। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কালুহাটি গ্রামের আব্দুল মালেকের ছেলে কৃষক তরিকুল ইসলাম এর বাড়ির বৈদ্যুতিক সংযোগ নষ্ট হলে তিনি কর্মরত লাইনম্যান মাহবুবুল হক ও আজিমুল ইসলামকে জানান। ওই দুই লাইনম্যান তরিকুলকে ট্রান্সফরমারে উঠে নষ্ট হওয়া ফিউজ পাল্টাতে পরামর্শ দেন।
তরিকুল কাজটি করতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ লাইনম্যান মাহবুবুল হক ও আজিমুল ইসলামতে আটক করেছে বলে ওসি জানান।