যারা ছয় দফা দিবস মানে না, তারা স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী নয়:কাদের।
ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ জুন) সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
পরে ওবায়দুল কাদের বলেন, ছয় দফা দিবসের চেতনা নিয়ে শোষণ, দারিদ্রমুক্ত এবং অসাম্প্রদায়িক একটি দেশ গঠনে কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, আজ আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। দারিদ্র মুক্তি, শোষণ মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে আজকে আমরা শপথ নেবো। কোন দলকে কটাক্ষ করে, আক্রমণ করে কিছু বলতে চাই না। যারা ৭ জুনের মতো দিনটিকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার মূল্যবোধে কতোটা বিশ্বাস করে, সেটাই আজ প্রশ্ন জাগে।