চট্টগ্রাম বন্দরে সংঘর্ষে জোড়া লেগে যাওয়া জাহাজ দু'টির অংশ বিশেষ কেটে আলাদা করা হয়েছে।
রোববার (১৬ জুন) প্রকৌশলীরা জোড়া লেগে যাওয়া জাহাজ দু'টির অংশবিশেষ আলাদা করে। পরে ওয়েল ট্যাংকারবাহী জাহাজটি ড্রাই-ডকে রেখে কনটেইনারবাহী জাহাজ মহানন্দাকে টেনে বন্দরে এনে নোঙ্গর করা হয়। এরপর জাহাজ থেকে কনটেইনার খালাসের কাজ শুরু হয়। জাহাজটিতে ৭৫০টি কনটেইনার রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার (১৪ জুন) সকালে বন্দরের চ্যানেলে ডলফিন ও এক্সপ্রেস মহানন্দার সংঘর্ষে দুই জাহাজের সামনের অংশ জোড়া লেগে যায়। পরে জাহাজ দু'টি নিরাপদ দূরত্বে ড্রাই-ডকে এনে রাখা হয়। আর এ দুর্ঘটনার কারণে পুরো একদিন বন্দরে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।