প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবম ওয়েজবোর্ডের চূড়ান্ত বাস্তবায়ন ঘোষণা করা হবে।
ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে তিনি একথা জানান। তিনি বলেন, নবম ওয়েজবোর্ড চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তবে এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়া অন্তর্ভুক্ত হবে না।
ওবায়দুল কাদের বলেন, ‘সংবাদপত্রের মালিক ও শ্রমিক পক্ষ এবং সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। আমরা স্টেক হেলল্ডারদের বক্তব্য শুনেছি। সবার বক্তব্যই শুনেছি। প্রত্যেকেই দ্বিধাহীনভাবে নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন। তবে আজকে তো আর সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়।’
এসময় তিনি আরো বলেন, আজকেই শেষবারের মতো সবার বক্তব্য শুনেছি। সবাই যুক্তিসংগত বক্তব্য দিয়েছেন। বার বার সবাইকে ডেকে সময় ক্ষেপণের প্রয়োজন নেই। এরপর আমরা নিজেরা এ সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি বসবো। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করবো। তার পরামর্শ অনুযায়ী নবম ওয়েজ বোর্ডের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছবো এবং সেই সিদ্ধান্ত অচিরেই ঘোষণা করবো।’
ইলেকট্রনিক মিডিয়া যুক্ত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওয়েজ বোর্ড তো সংবাদপত্রের জন্য। প্রিন্ট মিডিয়ার। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমাদের নতুন আইনের উদ্যোগ নিতে হবে। এটার জন্যও তথ্য মন্ত্রণালয়ের চিন্তা ভাবনা রয়েছে।