এমপি হারুনের স্ত্রীর প্লট বাতিল নিয়ে সংসদে হাসির রোল
স্ত্রীর প্লট বাতিল নিয়ে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদের ক্ষোভ প্রকাশের বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে অংশ নিয়ে এ বিষয়েও তিনি কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উনি(হারুনুর রশীদ) এমপি। ওনাদের স্বামী-স্ত্রী দু'জনের নামে দুটি প্লট বরাদ্দ দেয়া হয়। কিন্তু রাজউক তার স্ত্রীর নামের প্লটটা বাতিল করেছে। তাতে তিনি ক্ষুব্ধ। এটি ভুল হয়েছে। তার স্ত্রীর (পাপিয়ার) প্লটটা বাতিল না করে তারটা বাতিল করলে গৃহে শান্তি থাকতো। এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়।