রাজশাহীতে জমে উঠেছে হরেক রকম আমের বেচাকেনা।
রাজশাহী মহানগরীর বাজারগুলোতে এখন শুধু আমের ছড়াছড়ি। খিরসাপাত, ল্যাংড়া, লখনাসহ হরেক জাতের আম। অস্থায়ীভাবে গড়ে ওঠা আড়তগুলো কাঁচা পাকা আমের গন্ধে মৌ মৌ করছে। ব্যবসায়ীরা জানান, ঝড় ও শিলা বৃষ্টির কারণে রাজশাহী অঞ্চলে এবার প্রচুর পরিমাণ আম নষ্ট হয়েছে। একারণে আমের উৎপাদন তুলনামূলকভাবে কম হওয়ায় দাম কিছুটা বাড়তি। ফলে লাভবান হচ্ছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা।
এ অবস্থায় বাজারে আম কিনতে এসে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।
এদিকে, প্রশাসন পর্যায়ক্রমে সাতটি ধাপে আম পাড়ার সময় নির্ধারণ করে দেয়ায় বিষমুক্ত পরিপক্ব আম বাজারে উঠছে বলে জানান ফল গবেষণার সাথে জড়িত রাজশাহী ফল গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিম উদ্দিন।
বর্তমানে প্রতি কেজি ল্যাংড়া ৫০ ও খিরসাপাত আম খুচরা বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে।