রাজধানীতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর।
রাজধানীতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গ্রীন রোড এলাকা থেকে অভিযান শুরু করে সংস্থা দুটি।
অভিযানের শুরুতেই গ্রীন রোডের বেস্ট ওয়ান ফার্মা থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। বেশ কিছু নকল মলমও পায় র্যাব। অথচ বেস্ট ওয়ান ফার্মেসি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মডেল ফার্মেসি হিসেবে ওষুধ বিক্রি করে থাকে।
ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অভিযান শেষে ফার্মেসিটির বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত।