‘আমলাতান্ত্রিক জটিলতায় শিল্প মন্ত্রণালয়ের কাজে মন্থর গতি’
আমলাতান্ত্রিক জটিলতার কারণেই শিল্প মন্ত্রণালয়ের কাজের গতি অনেক কম বলে মনে করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির সভায় এ কথা বলেন তিনি।
এ সময় শিল্পপ্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানা স্থাপনে জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে কারখানা স্থাপনের খরচ বেড়ে যায়। যা দূর করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে সারা দেশের বিসিক শিল্পনগরীগুলোকে কার্যকর করার উদ্যোগ নেয়া হবে বলে জানান শিল্পমন্ত্রী।
এছাড়া বিভিন্ন রুগ্ন শিল্পকে আবার উজ্জীবিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।