শিরোমনি উত্তরপাড়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুঃ এলাকায় শোকের ছায়া
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি উত্তরপাড়ার আব্দুল খালেক শেখের পুকুরে ডুবে তার শিশু পুত্র হুজাইফা(৫) এবং পার্শবর্তি ওসমান শেখের শিশু কন্যা পায়েল(৬) এর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওয়ার্ডের মেম্বর নবিরুল ইসলাম রাজা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে শিরোমণি উত্তর পাড়ার আব্দুল খালেকের পুত্র হুজাইফা পার্শবর্তি ওসমান শেখের কন্যা পায়েল দুপুরে পুকুর পাড়ে খেলার সময় পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তিতে খোজাখুজির পর তাদেরকে পানির নিজ থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়।
হুজাইফার আত্মিয় রেবা বেগম জানিয়েছেন আব্দুল খালেকের পুত্র হুজাইফা পার্শবর্তি ওসমান শেখের কন্যা পায়েল এবং আনিছ শেখের শিশু কন্যা মারিয়া(৪) খালেকের পুকুরের সান বাধানো ঘাটে খেলা করছিলো।
বেলা সাড়ে ১২টায় দিকে মারিয়াকে পুকুরে ডুবে যেতে দেখে তিনি ইউসুফকে ডেকে তাকে উদ্ধার করে কিন্তু তখনও জানতাম না যে পানিতে অপর দু’জন তলিয়ে গেছে। পরবর্তিতে হুজাইফা এবং পায়েলকে খুজে না পাওয়ায় পুকুরে খোজাখুজি করার সময় প্রথমে পায়েলকে এবং পরে হুজাইফাকে পানির তলদেশ থেকে উদ্ধার করে স্থানিয় ক্লিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করে।
নিহতদের দু’জনের জানাযা মাগরিববাদ শিরোমণি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে পাশাপাশি দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই ঘটনায় এলাকার চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, ওয়ার্ডের মেম্বর নবিরুল ইসলাম রাজা, আওয়ামীলীগ নেতা শেখ হাবিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ নিহতদের বাড়ীতে ছুটে আসে।