রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমার সরকারই দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
রোহিঙ্গারা যাতে নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, ‘রোহিঙ্গা সমস্যার জন্য মিয়ানমার সরকারই দায়ী। রোহিঙ্গারা যাতে নিরাপদে এবং সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরত যেতে পারে সে জন্য মিয়ানমারের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছি আমরা। এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে উৎসাহিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র।’