রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে গঠনমূলক সহায়তার আশ্বাস দিয়েছে চীন।
মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন চীনের রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সংকটে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে দেশটির রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দু'দেশের মধ্যে সহযোগিতামূলক চারটি চুক্তি সইয়ের বিষয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত।
পরে গণভবনে চিকিৎসা সেবার মানোন্নয়নে খুলনা শিশু হাসপাতালকে ১৫ কোটি টাকাসহ তিন পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কল্যাণ ফান্ড থেকে দেয়া এসব অনুদান প্রদানের সময় স্বাস্থ্যমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।