খানজাহান আলী থানা নিসচা’র মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
সড়ক দূর্ঘটনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই(নিসচা) এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোমণিস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে সড়কের নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন। সংগঠনের থানার আহবায়ক আটরা গিলাতলা ইউপি সদস্য শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খান হাফিজুর রহমান।
বক্তৃতা করেন, ইউপি সদস্য শাহ মোঃ নুরুল ইসলাম, ডাঃ মোঃ লিমন চৌধরী, শেখ রফিকুল ইসলাম মাষ্টার, মোড়ল আব্দুর রহমান, শেখ ইলিয়াজ হোসেন, আমজাদ সরদার, মিয়া খালিদ হাসান, শাহজাহান, শাহ হাফিজুর রহমান, মোঃ মহিউদ্দিন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন যাত্রাপথে নিজেদের নিরাপত্তায় মটরসাইকেল হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সিএনজি এবং মাহেন্দ্রের ডান পাশ দিয়ে যাতে যাত্রীরা না নামতে পারে সে জন্য ডান পাশ সীল করে দেওয়ার আহবান জানান