সাভারে বঙ্গবন্ধুর মোড়াল ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন
মোঃ এনামুল হক শামীম, সাভার :
বাংলাদেশের স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- যার বিশাল অস্তিত্ব পড়ে আছে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলজুড়ে, যার জন্ম না হলে স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড হিসেবে বাংলাদেশের জন্ম হতো না। সাভারে মুক্তিযোদ্ধের চেতনাকে হৃদয়ে ধারন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে একটি মোড়াল ও ফোয়ারা নির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সাভারের আবুল কাশেম সন্দীপ সড়কের (থানা রোড) প্রেসক্লাব মোড়ে এই মোড়াল ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এই মোড়াল উদ্বোধনের মধ্য দিয়ে জায়গাটির নামকরন হলো বঙ্গবন্ধু চত্তর। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন যায়গায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মোড়াল রয়েছে। কিন্তু আমরা সাভারবাসী রাজধানীর এত কাছে থাকা সত্বেও আমাদের এখানে এটি ছিলনা। আজকে বঙ্গবন্ধুর মোড়াল ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন করা হলো এবং আগামী এক মাসের মধ্যে এর নির্মান কাজ শেষ করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাভারের পৌর মেয়র আলহাজ আব্দুল গণি, আন্তার্জাতিক ভাষ্কর্য শিল্পী মৃণাল হক, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মানিক মোল্লা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর মোড়াল ও ফোয়ারা নির্মান কাজের উদ্বোধন শেষে ডেঙ্গু প্রকোপ প্রতিরোধে ভূমিকা রাখতে সাভার পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনে ঔষধ ছিটানোর এক অভিযান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি)