শিক্ষার্থীদের এই আন্দোলনের বিষয়ে আমরা সজাগ আছি ‘প্রধানমন্ত্রী ফিরলে ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হবে’
গুজব ছড়িয়ে কোনো মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৪ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
এছাড়া তিনি ৭ কলেজ অধিভুক্তির শিক্ষার্থীদের ধর্মঘট ও আন্দোলন থেকে বিরত থাকতেও বলেন। প্রধানমন্ত্রী সফর শেষে দেশে ফিরলে ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘৭ কলেজ অধিভুক্তির বিষয় শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আমরা সজাগ আছি। এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। তিনি আসলে যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু এর আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে। সেই ব্যাপারে তাদের অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ তারপরও তিনি দু-একদিনের মধ্যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই আলাপ-আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে না দেয়ার পরামর্শ আমি তাদের দিচ্ছি।’