জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হল আরও একটি নতুন ড্রিমলাইনার।
বাংলাদেশ বিমানের বহরে ৩য় ড্রিমালাইনারটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি। নতুন এই উড়োজাহাজের নামকরণ করা হয়েছে 'গাঙচিল'।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টার পরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বোয়িং ৭৮৭-৮ মডেলের ড্রিমলাইনারটি। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে সরাসরি ঢাকায় পৌঁছায়। অবতরণের পর ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন ড্রিমলাইনার 'গাঙচিল'কে।
বিমানটিতে মোট আসন রয়েছে ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। উড়োজাহাজের সংখ্যা বাড়ায় চীনের গুয়াংজু, শ্রীলঙ্কার কলম্বো, মালের রাজধানীর মালেসহ বেশ কয়েকটি নতুন রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনার রয়েছে বিমান বাংলাদেশের।