উল্লাপাড়ায় মিল্কভিটায় দুধ সংগ্রহ বন্ধ - ৫৫টি সমিতি থেকে কম দামে দুধ বিক্রি হচ্ছে হাট বাজারে
সাহারুল হক সাচ্চু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার মোহনপুর মিল্কভিটা দূগ্ধ সংগ্রহ ও শীতলিকরণ কেন্দ্রে ৫৫টি সমিতির খামারীদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়েছে। এছাড়া প্রাণ, আকিজ সহ অন্যান্য সংগ্রহ কেন্দ্রেও খামারীদের কাছ থেকে দুধ নেয়া হয়নি।
মোহনপুরে অবস্থিত মিল্কভিটা দুগ্ধ সংগ্রহ শীতলিকরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র অফিসার মোঃ কবির হোসেন জানান, কেন্দ্রটিতে মোট ৫৫টি সমবায় সমিতি রয়েছে। এসব সমিতির মাধ্যমে দুধ সংগ্রহ করা হয়। সমিতি ভুক্ত খামারী সংখ্যা প্রায় দেড় হাজার বলে জানা যায়। এ কেন্দ্রে প্রতিদিন প্রায় আড়াই হাজার লিটার পরিমাণ দুধ খামারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। গত সপ্তাহ দু’য়েক আগেও সংগ্রহের পরিমান ছিল প্রায় সাড়ে চার হাজার লিটার।
ঈদ সামনে খামারীরা দুধের সরবরাহ কমিয়ে দিয়েছে। তিনি আরো জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দুধ সংগ্রহ বন্ধ রাখা এবং চালু হলে সমিতির খামারীদের কাছে তা জানিয়ে দেয়া হবে। এদিকে খোজ দিয়ে জানা গেছে, মোহনপুরে প্রাণ, আকিজ সহ অন্যান্য কেন্দ্র গুলোতেও দুধ সংগ্রহ আজ থেকে বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, প্রাণের মোহনপুর কেন্দ্রে ৪৫ জন খামারীর কাছ থেকে প্রায় দুই হাজার লিটার দুধ ও আকিজ কেন্দ্রে প্রায় ২২শ লিটার দুধ প্রতিদিন সংগ্রহ করা হয়ে থাকে। এদিকে দুধ সংগ্রহ বন্ধ রাখায় উল্লাপাড়ায় দুধের দাম অনেক কমে এসেছে। খামারীদের বেশিজনই বিভিন্ন হাট বাজারে আজ সকালে ফেরি করে দুধ বিক্রি করেছে বলে জানা যায়।
মিল্কভিটা’র উল্লাপাড়া পশ্চিমপাড়া সমিতিভুক্ত অনু ডেইরী ফার্মের ইনচার্জ মোঃ আব্দুল কুদ্দুস জানান, তার ফার্ম থেকে কেন্দ্রে ৪০ লিটার পরিমান দুধ দেয়া হতো। বন্ধ রাখায় আজ সে দুধ এলাকায় ঘুরে ফেরি করে কম দামে ৩০ থেকে ৩৫ টাকা লিটার দরে বিক্রি করা হয়েছে।
উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনায় গোটা দেশে পাঁচ সপ্তাহের জন্য সব কেন্দ্রেই দুধ সংগ্রহ বন্ধের নির্দেশনা রয়েছে।