নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর সাময়িক স্থিতাবস্থা দিয়েছেন আদালত।
সংবাদকর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণের সরকারি আদেশ ওয়েজ বোর্ড। সর্বশেষ সংবাদকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড নির্ধারণ করেছে সরকার। কিন্তু নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর সাময়িক স্থিতাবস্থা দিয়েছেন আদালত।
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) করা এক রিটের প্রেক্ষিতে মঙ্গলবার (৬ আগস্ট) দুই মাসের জন্য এ স্থিতাবস্থা দিয়েছেন আদালত।
সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
এর আগে গতকাল (৫ আগস্ট) নোয়াবের পক্ষ থেকে রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম।
পরে ইউসুফ আলী প্রথম গণমাধ্যমকে বলেন, ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে এই সময়ে ওই গেজেট প্রকাশ করা যাবে না।