পশ্চিমবঙ্গের কলকাতায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশের দুজন নাগরিক।
নিহতদের একজন ৩৬ বছর বয়সী ঝিনাইদহের মোহাম্মদ মাইনুল আলম, আরেকজন ৩০ বছর বয়সী ফারহানা ইসলাম তানিয়া, তার বাসা ঢাকার লালমাটিয়ায়।
কলকাতার শেক্সপিয়ার থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১.৫০ মিনিটের দিকে শেক্সপিয়ার সরণির একটি গুরুত্বপূর্ণ ক্রসিং-এ ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়েছিলেন ওই দুই বাংলাদেশী নাগরিক। বৃষ্টির কারণে তারা ট্রাফিকের শেড-এর তলায় অপেক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দুটো প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি প্রাইভেটকার সজোরে এসে আঘাত করে ওই ট্রাফিক পয়েন্টে। তখনই ওই বাংলাদেশী দুই নাগরিকের মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় দুটি প্রাইভেটকারের চালক এবং যাত্রীরা পলাতক রয়েছেন। সিসিটিভির ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতার শেক্সপিয়ার থানার পুলিশ।
এদিকে কলকাতায় বাংলাদেশী নাগরিকের মৃত্যুর ঘটনা নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস এর পক্ষ থেকেও যোগাযোগ শুরু হয়েছে। বাংলাদেশ তাদের সংশ্লিষ্ট স্বজনদের খোঁজ করা হচ্ছে।