ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিচারকের কক্ষে বিরিয়ানি খান রাজসাক্ষী জজ মিয়া
গ্রেনেড হামলায় জড়িত থাকা নিয়ে ২০০৫ সালের ২৬ জুন কথিত জবানবন্দি দেন জজ মিয়া। তৎকালীন ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর আলম এ জবানবন্দি নেন।
বুধবার (২১ আগস্ট) একটি শীর্ষ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জজ মিয়া বলেন, ‘জবানবন্দি নেওয়া শেষে ম্যাজিস্ট্রেট বলেন,'তুমি রাজসাক্ষী হবে। যদি সই না দাও তাহলে তুমি আসামি হবে, তোমার ফাঁসি হবে।'
জজ মিয়া বলেন, 'তখন আমি সই দিই। এরপর ওই রুমে বিরিয়ানির প্যাকেট আনা হয়। ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমি বিরিয়ানি খাই। তারপর আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়।'