চামড়া নিয়ে টানাপোড়েন থামছেই না - নিয়মিত ক্রেতাদের তৎপরতা দেখা যায়নি।
কাঁচা চামড়ার সবচেয়ে বড় মোকাম পোস্তার আড়তে আজো পুরোদমে চামড়া বিক্রি শুরু হয়নি। নগদ টাকায় বেশ কিছু ট্যানারি চামড়া কেনা শুরু করলেও নিয়মিত ক্রেতাদের তৎপরতা দেখা যায়নি। তাই ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা নিয়ে শঙ্কায় আছেন আড়তদাররা।
এদিকে, ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া কেনার দাবি করলেও, আড়ৎদাররা বলছেন কিছুটা কম দামে বিক্রি করতে হচ্ছে।
বুধবার (২১ আগস্ট) সকাল থেকে আড়ত ঘুরে দাম ও মান যাচাই-বাছাই করে চামড়া কিনছেন বিভিন্ন ট্যানারির প্রতিনিধিরা। নিয়মিত পাওনা পরিশোধ করে এমন কিছু ট্যানারির কাছে নগদ টাকায় লবণযুক্ত চামড়া বিক্রি করছেন পোস্তার আড়তদাররা।
তবে যাদের কাছে আড়তদাররা মোটা অঙ্কের টাকা পান, সেসব ট্যানারি এখনো চামড়া কিনতে শুরু না করায় কিছুটা শংকায় আছেন তারা।
আড়তদারদের কেউ কেউ চামড়ার ভালো দাম পেলেও অনেককে বিক্রি করতে হচ্ছে লোকসানে। প্রতি বর্গফুট গরুর চামড়া ৩৫ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।
যদিও ক্রেতারা বলছেন, তারা সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনছেন।