এডিসের লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযানে নগরবাসীর অসহযোগিতার অভিযোগ
বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মেয়র বলেন, সাংবাদিকরাও দেখেছেন, যখন অভিযান চলছিল বাড়ির মালিকরা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছেন, লিফট বন্ধ করে রেখেছেন, বলেছেন ছাদ বন্ধ- আমাদের কাছে চাবি নেই, বিভিন্ন সময় হয়রানি করা হয়েছে, আমাদের ঢুকতে দেয়া হয় নাই। তাই বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬, ১৮৭, ২৬৯, ২৭০, ১৮৩, ১৮৪ এবং ১৮৫ পেনাল কোডের ধারা অনুযায়ী আমরা যেতে বাধ্য হবো।