বিমানের মতো সড়ক নৌ ও রেলপথের যাত্রীদেরও ক্ষতিপূরণের দাবি
বিমানযাত্রীদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন-১৯৯৯) আইন, ২০১৯’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
কেবল বিমান দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাড়ানোর এ বিষয়টিকে সড়ক, নৌ ও রেলপথের যাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ বলে অভিহিত করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ।
এক বিবৃতিতে আরমান হোসেন পলাশ বলেন, সারাদেশে অব্যবস্থাপনা ও অবহেলাজনিত কারণে সড়ক ও নৌপথে মানুষের জীবন আজ অনিরাপদ। প্রতিদিন গড়ে সড়কে ঝড়ছে প্রায় ২০টি প্রাণ। আহত হয়ে পঙ্গুত্ববহন করেন হাজারও মানুষ। দুঃখজনক হলেও সত্য এ ব্যাপারে ক্ষতিপূরণ দিতে সরকারকে খুব একটা তৎপর দেখা যায় না।
বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক একইভাবে সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনা কবলিত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণের আওতায় আনার জোর দাবি জানান।