১৪ দফা দিবিতে স্যামসন্স উইন্ডার ওয়্যার ইন্ডাঃ লিঃ শ্রমিকদের কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ঘেড়াও
সাজু হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি
সরকার নির্ধারিত সর্বনিম্ম বেতন ৮ হাজার টাকা ও দফা দাবিতে স্যামসন্স উইন্ডার ওয়্যার ইন্ডাঃ লিঃ শ্রমিকদের কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ঘেড়াও স্বারক লিপি প্রদান।
বুধবার সকাল ১১ টায় স্যামসন্স উইন্ডার ওয়্যার ইন্ডাঃলিঃএর ভুক্তভোগি শ্রমিকবৃন্দ চাষাড়া শহীদ মিনার থেকে মিছিল করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে অবস্থান করে এবং তাদের ১৪ দফা দাবি নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
এসময় তাদের দেয়া দফা উল্লেখ করে স্যামসন্স উইন্ডার ওয়্যার ইন্ডাঃ লিঃ লিংকিং অপারেটরের শ্রমিক জসিম বলে, আমি ৭ বছর যাবত এ গার্মেন্টস আছি। নিয়ম অনুযায়ী সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাধারণ কাজের সময় এর পর কাজ করলে আমাদের অভারটাইম দেয়া হয় কিন্তু তা না করে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আমাদের সাধারণ ভাবে কাজ করা হয় এবং ৭ টার পর থেকে কাজ করলে ঘন্টায় ১৫ টাকা বরে অভারটাইম দেয়া হয়। কিন্তু আমাদের বেতনের ২৫% অভারটাইম দেয়ার কথা আছে কিন্তু তা দেয়া হচ্ছে না । এর প্রতিবার করতে গেলে সন্ত্রাসী দারা আমাদের হুমকি ও মারধরের ভয় দেখানো হয়। এবং আমাদে খাবারের সময় হলে বহিরাগত সন্ত্রাসী গেট সংলগ্ন বসিয়ে রাখা হয় এবং যে প্রতিবাদ করে তাকে মারধর করা হয়। তাই আমরা চাই আমাদের ন্যায্য দাবি যাতে যুগের সাথে তাল মিলিয়ে আমরাও চলতে পারি।