কলারোয়ায় চাঁদা চাওয়ায় ৪ ভুয়া মানবাধিকার কর্মীকে জরিমানা
জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ভুমি অফিসে চাঁদা চাওয়ায় ৪ ভুয়া মানবাধিকার কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৮আগষ্ট)বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফারুক হোসেন (২৮), বকচরা গ্রামের সামছুদ্দিন আক্তারের ছেলে আক্তারুজ্জামান (৩৫), আফসার উদ্দীনের ছেলে হাফিজুর রহমান (৪১) ও কাথনদহ গ্রামের আবুল কাশেমের ছেলে আসমাতুল্লাহ (২১) সাতক্ষীরা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কর্মী পরিচয় দিয়ে কলারোয়া ভূমি অফিসে আসেন।
এসময় তারা বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ ভূমিহীন সমিতির বিভাগীয় কমিটি খুলনার উদ্যোগে পরিচিতি সভার একটি চিঠি দিয়ে টাকা দাবী করেন। তখন সহকারী কমিশনার (ভূমি) আকতার হোসেন তাদেরকে বলেন আপনারা কি বলছেন একটু ভাল করে বলেন। এসময় ওই ৪ ব্যক্তি সহকারী কমিশনারের কাছে টাকা দাবি করেন।
তাৎক্ষনিক ভাবে তিনি উপজেলা নির্বাহী আরএম সেলিম শাহনেওয়াজকে বিষয়টি জানান। এসময় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে স্থানীয় জনতা কর্তৃক ধূত হয়। পরে খবর পেয়ে কলারোয়া থানার এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভূমি অফিসে এসে তাদের আটক করেন।
তাৎক্ষনিক ভাবে তারা তাদের নিজেদের দোষ শিকার করে নেয়ায় ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ ভূয়া মানবাধিকার কর্মীকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছে থাকা সকল কাগজ পত্র ও ভূয়া কার্ড জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদেন কলারোয়া ভূমি অফিসের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতার হোসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার এসআই ফারুক হোসেন ও কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ।