প্রি-পেইড মিটার বসানো নিয়ে কোন রকমের পায়তারা করবেন না-নুরউদ্দিন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আবাসিক বিদ্যুৎ গ্রাহকের গলার কাটা প্রি-পেইড মিটার স্থপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আমরা নারায়ণগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনের সভাপতি ও আমার নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন আহদেন বলেন , প্রি-পেইড মিটারের কারনে আজ রাতে বিদ্যুৎ পাচ্ছে না। রাত ১২ টার পর বিদ্যুৎ না থাকলে একজন অসুস্থ মানুষের কতটা কষ্ট হয় তা আমি নিজেই জানি।
আমার বাড়ীর পাশে প্রি-পেইড মিটার আছে সেখানে হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। কিন্তু ডিপিডিসির কাছে আবাসিক বিদ্যুৎ বিল কত পাওনা তা গননার বাহিরে। মেল, ইন্ড্রাস্টিতে বিদ্যুৎ চুরি করে নিচ্ছে সেখানে কোন ধরনের সুরাহা পাওয়া যায় না।
আমার প্রতিমাসে বিদ্যুৎ বিল পরিশোধ করছি । তাহলে কেন এতো সমস্যা। আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবে থাকতে চাই। অগ্রিম বিদ্যুৎ বিল দিয়ে চালাব না । অযথা নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন করবেন না । যদি প্রি-পেইড মিটার স্থাপন করেন ভালো হবে না ।
প্রি-পেইড মিটার বসানো নিয়ে কোন রকমের পায়তারা করবেন না আপনাদের কাছে অনুরোধ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কমিনিটিস্ পার্টির সভাপতি হাফিজুর ইসলাস হাফিজ, টিপু সহ আমরা নারায়ণগঞ্জবাসীবৃন্দ।