টঙ্গীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণকেন্দ্রের জন্য কম্পিউটার সামগ্রী বিতরণ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীতে যুব উন্নয়ন অধিদপ্তর ৬৪টি জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর টঙ্গী প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৩০টি কম্পিউটার, প্রিন্টার, স্কেনার, প্রজেক্টরসহ কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্প পরিচালক প্রশাসন অর্থ আ ন আহম্মদ আলীর সভাপতিত্বে এবং গাজীপুর জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনছুরুল ইসলাম মিলনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ, উপ-পরিচালক আব্দুল হামিদ,
গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক এমদাদুল হক, টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, কাইয়ুম সরকার, নোয়াগাঁও ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে ৬৪টি জেলার তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় একমাত্র টঙ্গীতেই যুব উন্নয়ন অধিদপ্তরের থানা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। যা একমাত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেলের একান্ত প্রচেষ্টায়।