রংপুর-৩ উপনির্বাচনে এরশাদপুত্রের কাছে কাটা গেলো ধানের শীষ
রংপুর-৩ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ছেলে মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ।
শনিবার (৫ অক্টোবর) নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিকালে শুরু হয় গণনা। এরপর সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসকারিভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ৫৮৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাদ এরশাদ।
সাদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীকে ১৬৯৪৭ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার ওরফে আসিফ মোটরগাড়ি প্রতীকে ১৪৯৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। নির্বাচনে ২১.৩১ শতাংশ ভোট পড়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছে ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
এছাড়াও কাজী মো. শহীদুল্লাহ (মাছ) ১ হাজার ৬৬২, তৌহিদুর রহমান মণ্টডল (দেওয়াল ঘড়ি) ৯২৪, শফিউল আলম (আম) ৬১১ ভোট পেয়েছেন।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে শতকরা ২১.৩১ শতাংশ ভোট পড়েছে।