সরকারের গুণগানে দেশে নতুন বুদ্ধিজীবী শ্রেণীর উদয় হয়েছে : গয়েশ্বর
আজ ২৭ অক্টোবর, বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন।
সংগঠটির গঠনতন্ত্রে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল—উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা, মানবকল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা।
গঠনতন্ত্র বাস্তবায়নে যুবদলের প্রথম দিককার কমিটিগুলো কাজ করলেও পরের কমিটিগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। একসময় রাজপথের আন্দোলনে যুবদলই ছিল বিএনপির ভ্যানগার্ড। কিন্তু সময়ের পরিক্রমায় যুবদলের আজকের নেতৃত্ব অনেকটাই নির্জীব। এমনকি সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেননি আজও।
যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে নতুন বুদ্ধিজীবী শ্রেণীর উত্থান হয়েছে। তারাই সরকারের গুণগান গেয়ে বেড়াচ্ছে।
আজ ১১টায় যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর রায় বলেন, সরকার জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করছে। যার কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে। অর্থ পাচার করে দেশের অর্থনীতি ফোকলা করে দেয়া হচ্ছে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। অথচ বগুড়ায় যুবদলের কর্মসূচিতে পুলিশের অনুমতি মেলেনি। সড়কে চৌকি ফেলে কর্মসূচি পালন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান মানুষের হৃদয়ে রয়েছে।
বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।