রাজাকারের তালিকা প্রকাশ নিয়ে নানা মত রাজনৈতিক নেতাদের
সরকারের পক্ষ থেকে প্রথম ধাপে রাজাকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে নানা রকম মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা একথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, স্বাধীনতার সময় যারা বিরোধিতা করেছিলেন তাদের সম্পর্কে দেশ জাতীর সুস্পষ্টভাবে জানা দরকার ছিলো। আমরা মনে করি, এটা প্রকাশের মাধ্যমে সত্যিকার রাজাকারের তালিকা আসে সেটা দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে, যেখানে পরিচিত ব্যক্তিরা রয়েছে তারাই তালিকায় নেই। এধরণের বিতর্কিত জায়গায় আমাদের যাওয়া ঠিক হবে না। আমি বলবো যারা সত্যিকার অর্থে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা ছিলেন তাদের সম্পর্কে বিষয়গুলো পরিষ্কার করা উচিত।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকিটা দেশবাসীর জানা উচিত ৭১ এর মহাযুদ্ধে কারা মীর জাফরি করেছিলো কারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো। সেটা নতুন প্রজন্মকে জানানোর জন্য রাজাকারের তালিকা প্রকাশের কাজ প্রশংসনীয় কাজ বলে আমি মনে করি।