চলে যাচ্ছেন ল্যাঙ্গাভেল্ট।
গত জুলাই মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চর্লস ল্যাঙ্গাভেল্ট। পরের মাসে বাংলাদেশে এসে কাজ শুরু করেন। বিসিবির সঙ্গ তার চুক্তি অনুযায়ী, আগামী ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করার কথা ছিল তার। কিন্তু মাত্র ৫ মাস যেতে না যেতেই চলে যাচ্ছেন ল্যাঙ্গাভেল্ট।জানা গেছে, নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। আর তাই বিসিবির কাছে চাকরি ছাড়ার আবেদন করেন তিনি। বিসিবিও তাকে আটকায়নি।
তাকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমি নিশ্চিত করছি, আমরা তার কাছে থেকে একটি আনুষ্ঠানিক ইস্তফাপত্র পেয়েছি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা এটাও ভেবে দেখেছি যে তিনি নিজে একজন দক্ষিণ আফ্রিকান, এক্ষেত্রে নিজ দেশের প্রতি তার দায়িত্ব রয়েছে। আমাদের বোর্ড তাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি টেস্ট ও ৭২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ল্যাঙ্গাভেল্ট। টেস্টে ১৬টি এবং ওয়ানডেতে তার নামের পাশে আছে ১০০টি উইকেট। এর আগে আফগনিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।