দুদকের প্রতিনিধি হিসেবে সব প্রকল্প বুঝে নেয়ার দায়িত্ব জনগণের: দুদক কমিশনার
সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বুঝে নিতে জনসাধারণের প্রতি আহবান জানিয়ে দুদক কমিশনার এফ এম আমিনুল ইসলাম বলেছেন, জনগণই দুদকের প্রতিনিধি, জনস্বার্থে গৃহিত সরকারের সব প্রকল্প বুঝে নেয়ার দায়িত্ব জনগণকেই নিতে হবে। কাজে কোন দুর্নীতি অনিয়ম পরিলক্ষিত হলে দুদককে জানালে দুদকের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতির ভাঙ্গন কবলিত ঘাঘা এলাকার স্থায়ী নীতির প্রতিরক্ষা কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে দুদক কমিশনার আরো বলেন, যতো বড়ো ক্ষমতাবানই হোক দুদক ধরলে কেউ রেহাই পাবেনা।
কাজে অনিয়মের অভিযোগ পেয়ে খোঁজ নিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নিজ এলাকার ভাঙ্গন প্রতিরক্ষা কাজ পরিদর্শনে আসেন নড়াইলের এই কৃতি সন্তান। এ সময় সেখানে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, কাজের ঠিকাারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুদক কমিশনার ভাঙ্গন এলাকা ঘুরে দেখার পাশাপাশি কাজের মান ও গতি সম্পর্কে খোঁজখবর নেন। ১১ কোটি টাকা ব্যয়ে ভাঙ্গন কবলিত ঘাঘা এলাকার ৪১০ মিটার স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজ ঘুরে দেখে দুদক কমিশনার বর্তমানে কাজের মানের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে, মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।